বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

ইংরেজি চর্চা করার সেরা ওয়েব সাইট জেনে নিন

ইংরেজি চর্চা

ইংরেজি চর্চা করতে চায় সকলেই । কারণ এখান এই তথ্য প্রযুক্তির সময়ে সব কিছু ইংরেজি নির্ভর হয়েছে । আপনি যত ধরনের প্রযুক্তি পণ্য ব্যবহার করবেন তার সকল  কিছু  প্রাথমিক ভাবে ইংরেজি লেখা থাকবে ।

তাই আমাদের সকলের উচিত ইংরেজিটা শেখা । আর ইংরেজি শিখতে হলে ইংরেজি চর্চা করা একান্ত প্রয়োজন । তাছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই । আমরা সকলেই একটা কথা জানি যেকোনো কিছু পড়ে থাকলে তা মরিচা পড়ে যায় ।

তাই আমরা যদি প্রতিদিন চর্চা করতে থাকি তাহলে আমরা আবার আগের মত কথা বলতে পারব । কারণ যেকোনো কিছু চর্চার কাছে ।

ইংরেজি চর্চা করার জন্য যা যা লাগবে

আপনার প্রথমে লাগবে একটা কম্পিউটার বা স্মার্ট ফোন । তার সাথে লাগবে ইন্টারনেট । আর সাথে একটা জিমেইল অ্যাকাউন্ট ।

ইংরেজি চর্চা করার জন্য অ্যাকাউন্ট তৈরি

আপনি যদি কম্পিউটার বা মোবাইল যেখানেই থাকেন না কেন । চলে আসবেন গুগলে সেখানে এই লিংকে ক্লিক করবেন । এবার দেখুন বিস্তারিত ।

১) Sign in

 ব্রাউজারে লিংক ওপেন কারার সাথে সাথে Sign in  এই বাটনে ক্লিক করতে হবে জিমেইল দিয়ে । Sign in না করলে কোনো কাজ করতে পারবেন না । তাই Sign in করে নিন ।

২) Create a new group

এই অপশনের মাধ্যমে আপনি নতুন গ্রুপ করতে পারবেন । গ্রুপ তৈরি করলে আপনার গ্রুপে লোকজন আসবে আপনার সাথে কথা বলতে । আপনার কিছু করা লাগবে না । লোকজন জয়েন হওয়ার সাথে সাথে হ্যালো হ্যালো বলা শুরু করে দিবে ।

৩) তিন নম্বরে দেখছেন অনেকগুলো ভাষা রয়েছে । প্রথমে ইংরেজি রয়েছে English (205) এর মানে এগুলোকে রুম বলে বা গ্রুপ । ইংরেজির জন্য ২০৫টি গ্রুপ তৈরি করা হয়েছে । 

এখানে বিভিন্ন দেশের মানুষ ইংরেজি চর্চা করিতেছে । আপনি ও যেগুলো আসান ফাঁকা আছে সেখানে ঢুকে যেতে পারেন এবং কথা বলতে পারেন । গ্রুপ ফুল হয়ে গেলে আর ঢুকতে পারবেন তখন অন্য গ্রুপে ঢুকতে হবে ।

৪) Join and talk now!

এখানে ক্লিক করে আপনার ইচ্ছামত কথা বলতে পারবনে আপনার গ্রুপমেটদের সাথে । তাই দেরি কিসের ইংরেজি চর্চা করা শুরু করে দিন ।

বিঃদ্রঃ এই ওয়েব সাইট আপনি কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন । তবে এদের কিছু রুলস আছে সেগুলো জেনে নিন।

  • সেনসেটিভ বিষয় নিয়ে কথা বলা যাবে না ।
  • খারাপ শব্দ ব্যবহার করা যাবে না ।
  • কাউকে অপমান করা যাবে না ।

এইগুলো করলে আপনার আইডি (৩-১৫) বন্ধ করে দিতে পারে ।

আরও পড়ুনঃ top 10 apps কাজের অ্যাপস না জানলে চরম মিস

  • অন্য কারও ছদ্মবেশ ধরে এই ওয়েবসাইটে কোনো আইডি তৈরি করা যাবে না ।
  • যথন গ্রুপে কথা বলবেন তখন চিৎকার করা যাবে না বা কাউকে বিরক্ত করা যাবে না ।
  • গ্রুপের মধ্যে কোনো সেনসেটিভ ভয়েস বা কথাবার্তা বলা বা শোনা যাবে না ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x