ইংরেজি চর্চা করতে চায় সকলেই । কারণ এখান এই তথ্য প্রযুক্তির সময়ে সব কিছু ইংরেজি নির্ভর হয়েছে । আপনি যত ধরনের প্রযুক্তি পণ্য ব্যবহার করবেন তার সকল কিছু প্রাথমিক ভাবে ইংরেজি লেখা থাকবে ।
তাই আমাদের সকলের উচিত ইংরেজিটা শেখা । আর ইংরেজি শিখতে হলে ইংরেজি চর্চা করা একান্ত প্রয়োজন । তাছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই । আমরা সকলেই একটা কথা জানি যেকোনো কিছু পড়ে থাকলে তা মরিচা পড়ে যায় ।
তাই আমরা যদি প্রতিদিন চর্চা করতে থাকি তাহলে আমরা আবার আগের মত কথা বলতে পারব । কারণ যেকোনো কিছু চর্চার কাছে ।
ইংরেজি চর্চা করার জন্য যা যা লাগবে
আপনার প্রথমে লাগবে একটা কম্পিউটার বা স্মার্ট ফোন । তার সাথে লাগবে ইন্টারনেট । আর সাথে একটা জিমেইল অ্যাকাউন্ট ।
ইংরেজি চর্চা করার জন্য অ্যাকাউন্ট তৈরি
আপনি যদি কম্পিউটার বা মোবাইল যেখানেই থাকেন না কেন । চলে আসবেন গুগলে সেখানে এই লিংকে ক্লিক করবেন । এবার দেখুন বিস্তারিত ।
১) Sign in
ব্রাউজারে লিংক ওপেন কারার সাথে সাথে Sign in এই বাটনে ক্লিক করতে হবে জিমেইল দিয়ে । Sign in না করলে কোনো কাজ করতে পারবেন না । তাই Sign in করে নিন ।
২) Create a new group
এই অপশনের মাধ্যমে আপনি নতুন গ্রুপ করতে পারবেন । গ্রুপ তৈরি করলে আপনার গ্রুপে লোকজন আসবে আপনার সাথে কথা বলতে । আপনার কিছু করা লাগবে না । লোকজন জয়েন হওয়ার সাথে সাথে হ্যালো হ্যালো বলা শুরু করে দিবে ।
৩) তিন নম্বরে দেখছেন অনেকগুলো ভাষা রয়েছে । প্রথমে ইংরেজি রয়েছে English (205) এর মানে এগুলোকে রুম বলে বা গ্রুপ । ইংরেজির জন্য ২০৫টি গ্রুপ তৈরি করা হয়েছে ।
এখানে বিভিন্ন দেশের মানুষ ইংরেজি চর্চা করিতেছে । আপনি ও যেগুলো আসান ফাঁকা আছে সেখানে ঢুকে যেতে পারেন এবং কথা বলতে পারেন । গ্রুপ ফুল হয়ে গেলে আর ঢুকতে পারবেন তখন অন্য গ্রুপে ঢুকতে হবে ।
৪) Join and talk now!
এখানে ক্লিক করে আপনার ইচ্ছামত কথা বলতে পারবনে আপনার গ্রুপমেটদের সাথে । তাই দেরি কিসের ইংরেজি চর্চা করা শুরু করে দিন ।
বিঃদ্রঃ এই ওয়েব সাইট আপনি কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন । তবে এদের কিছু রুলস আছে সেগুলো জেনে নিন।
- সেনসেটিভ বিষয় নিয়ে কথা বলা যাবে না ।
- খারাপ শব্দ ব্যবহার করা যাবে না ।
- কাউকে অপমান করা যাবে না ।
এইগুলো করলে আপনার আইডি (৩-১৫) বন্ধ করে দিতে পারে ।
আরও পড়ুনঃ top 10 apps কাজের অ্যাপস না জানলে চরম মিস
- অন্য কারও ছদ্মবেশ ধরে এই ওয়েবসাইটে কোনো আইডি তৈরি করা যাবে না ।
- যথন গ্রুপে কথা বলবেন তখন চিৎকার করা যাবে না বা কাউকে বিরক্ত করা যাবে না ।
- গ্রুপের মধ্যে কোনো সেনসেটিভ ভয়েস বা কথাবার্তা বলা বা শোনা যাবে না ।