বাংলায় প্রযুক্তি টিপস ও টিক্স

আলাপে রিচার্জ করার সহজ উপায় জেনে নিন

আলাপে রিচার্জ

আইপি অ্যাপের মধ্যে অন্যতম আলাপ অ্যাপ । এই অ্যাপের মাধ্যমে দেশে বা দেশের বাইরে খুব সহজে কথা বলা যায় । তাই কথা বলতে হলে রিচার্জ করতে হয় । তাই আজকে জানব আলাপে রিচার্জ ও অন্য সব সুবিধা ।

আপনি কেন আলাপ ব্যবহার করবেন

আমি নিজে এই অ্যাপে অনেক দিন যাবত ব্যবহার করছি । আমি প্রথম এই অ্যাপে রিচার্জ করি ০৯ সেপ্টেম্বর ২০২২ এত দিন ব্যবহার করছি । এই অ্যাপে তেমন কোনো অসুবিধা হয়নি ।  প্রথম কারণ এটা বাংলাদেশ সরকার দ্বারা  তৈরি হয়েছে । তাই ডাটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে ।

এখানে রিচার্জ করা যায় খুব সহজে । যেমন বিকাশ, রকেট,কার্ডের মাধ্যমে । কথা বলা যায় খুব ক্লিয়ার ভাবে । কল রেট সর্ব নিম্ন । এছাড়া দেশের অন্যতম সব অনলাইন মার্কেট প্লেসে কথা বলা যায় একেবারে ফ্রিতে যেমনঃ বিডিশপ । এছাড়া কোনো অফিশিয়াল নম্বরে কথা বললে খুব কম টাকা কাটে যেমনঃ কোনো টেলিফোন নম্বরে ।

একাউন্ট করা সহজ । এছাড়া অন্য কোনো মানুষের আলাপ অ্যাপ থাকলে কোনো টাকা ছাড়ায় কথা বলতে পারবেন সব সময় । এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো লোকাল নম্বরে কথা বলা যায় ।

আপনি দেখতে পারবেন কোন দেশে কত টাকা রেটে কথা বলা যায় আলাপ অ্যাপ দিয়ে । তাই এই সব কারণে আমি মনে করি আপনি আলাপ ব্যবহার করতে পারন ।

কি কি ভাবে আলাপে রিচার্জ করা যায়

এখন পর্যন্ত আপনি আলাপে তিন উপায় রিচার্জ করতে পারবেন । তার মধ্যে অন্যতম জনপ্রিয় মাধ্যম বিকাশ  । এছাড়া রয়েছে নগদ ও ভিসা মাস্টার, কার্ড ।

রিচার্জ করার সিস্টেম

আলাপ অ্যাপে রিচার্জ করতে হলে আপনাকে আগে এনএইডি কার্ড ও নিজের ছবি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে । তার পর রিচার্জ করা যাবে । প্রথমে আলাপ অ্যাপে প্রবেশ করবেন । তার পর ডান দিকে শেষের মেনুতে ক্লিক করবেন যার নাম More  ।

এই মেনুর আন্ডারে অনেক অপশন আছে যেমন My Account, Setting, Recharge , Balance Transfer ইত্যাদি । এখান থেকে তিন নম্বরে Recharge এখানে ক্লিক করুন ।এর পর আপনি কিসের মাধ্যমে রিচার্জ করবেন সেটা সিলেক্ট করুন । আমি বিকাশের মধ্যমে রিচার্জ করব তাই । বিকাশ সিলেক্ট করছি ।

এবার কত রিচার্জ করবেন সেট দিতে হবে । এখানে ১০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায় । আমি ১০ দেব । তার পর Continue তে ক্লিক করতে হবে  । এবার বিকাশের একাউন্ট নম্বর দিতে হবে । নম্বর দেওয়ার পর Confirm তে ক্লিক করতে হবে এবার বিকাশ থেকে ওটিপি কোড দেবে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে ।

ওটিপির মেয়াদ দুই মিনিট । দুই মিনিট পর এই ওটিপি আর কাজ করবে না । তার পর সঠিকভাবে বিকাশের পিন দিতে হবে । এবার কয়েক সেকেন্ডের মধ্যে অভিনন্দন মেসেজ দিয়ে দিবে । এবার দেখবেন আপনার বেলেন্সে টাকা চলে এসেছে । আর বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে । এবভাবে আলাপে রিচার্জ করতে হয় ।

আরও পড়ুনঃAlaap app দিয়ে ৩০পয়সা মিনিট কথা বলুন যে কোনো নম্বরে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on telegram
Telegram

আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে থাকতে

আমাদের ফেসবুক পেজ এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে গুগল নিউজে থাকার জন্য ফলো করুন এই লিংককে ক্লিক করুন

ফেসবুক গ্রুপে আপনার যেকোনো প্রশ্ন/মতামত এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে টুইটারে থাকেতে এই লিংকে ক্লিক করুন

আমাদের সাথে পিন্টারেস্টে থাকতে এই লিংকে ক্লিক করুন

সব কিছু একই সাথে পেতে  https://techzoombd.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

আরও অন্য বিষয়ে পড়ুন

x