স্মার্টফোন জগতে যত প্রকার ফোন ব্যবহার হচ্ছে তার মধ্যে অন্যতম অ্যান্ড্রয়ড ফোন । আমাদের বিভিন্ন কারণে ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগে । অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম হওয়ায় বিভিন্ন কোম্পানি তাদের মোবাইল ফোনগুলোতে খুব সহজে ব্যবহার করতে পারছে ।
যেটি মোডিফাইল লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । আমাদের দেশের মানুষ যত স্মার্টফোন ব্যবহার করে তার অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোন । আইফোন খুব কম মানুষ ব্যবহার করে । চাইনিজ কোম্পানিগুলো কম টাকায় ফোন সরবরাহ কারণ আমাদের দেশে অ্যান্ড্রয়েড ফোন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ।
বর্তমানে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম কোনটি
বিশ্বর জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড । যা বিশ্বে ৮০ শতাংশের বেশি স্মার্টফোনে ব্যবহার হচ্ছে ।তাই বলা যায় অ্যান্ড্রয়েড সবচেয়ে বেশি জনপ্রিয় অপারেটিং সিস্টেম ।
আন্ড্রয়ড ফোন কেন ফ্যাক্টরি রিসেট দেওয়া প্রয়োজন
ফোন বিভিন্ন কারণে ফ্যাক্টরি রিসেট দেওয়ার প্রয়োজন দেওয়া লাগতে পারে । সেই সব কারণগুলো জেনে নেওয়া যাক
১) আমাদের ফোন বিক্রি করার সময় অবশ্যই ফ্যাক্টরি রিসেট দেওয়া উচিত । কারণ আমাদের ফোনে অনেক সময় ব্যক্তিগত ফাইল থাকতে পারে যা আমাদের মনে থাকে না । এই ফাইলগুলো সরিয়ে দেওয়ার জন্য ফোন রিসেট দিতে হবে ।
২) ফোনের যদি অনেক বয়স হয়ে যায় তাহলেও কাজের অনেক ক্ষমতা কমে যায় । অনেক ক্যাশ ফাইল জমে যায় । সেইগুলো ক্লিয়ার করার জন্য হলেও ফোন ফ্যাক্টিরি রিসেট দিতে হয় ।
৩) ফোনের কার্যক্ষমতা বাড়াতে রিসেট দেওয়া উচিত ।
রিসেট দেওয়া আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
- ফোনে যথেষ্ট পরিমাণে চার্জ করে নিতে হবে । কারণ রিসেট হতে অনেক সময় লেগে যায় । কাজ হওয়ার মাঝখানে চার্জ শেষ হয়ে গেলে ফোনের বড় ধরনের ক্ষতি হতে পারে ।
- অ্যান্ড্রয়েড ফোনগুলো গুগল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকে তাদের সকল সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য । তাই ফোনের সাথে ওয়াই-ফাই বা সেলুলার ইন্টারনেট কানেকশন দিয়ে নিশ্চিত করে নিন ।
- ফোনের সকল ফাইলগুলো ব্যাকআপ করে নিন গুগল ড্রাইভে । কারণ ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়া কারণে সকল ফাইল মুছে যাবে ।
- ফোনের যে সকল অ্যাকাউন্ট আছে তাদের পাসওয়ার্ড জেনে নিন যদি মনে না থাকে । যেমনঃ ফোনে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকলে পার্সওয়াড রিকভার করে নিন । কারণ ফোন রিসেট করার পর ফোনের সকল অ্যাকাউন্ট চলে যাবে । তাই আগে থেকে সর্তক হওয়া উচিত ।
- এছাড়া সকল মোবাইল নম্বর ব্যাকআপ দিয়ে নিন গুগল ড্রাইভে ।
আজকের পোষ্টে সকল ফোনে সাধারণ কোথায় ফ্যাক্টরি রিসেট পাওয়া যায় ও সিম্ফনি ও রিয়েলমি ফোনের অপশন গুলো দেখানো হবে ।
সিম্ফনি ফোন রিসেট করার উপায়
- প্রথমে ফোনের সেটিং এ প্রবেশ করবেন ।
- প্রবেশ করার পর একেবারে নিচে দেখবেন System নামের একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ।
- এখানে নিচের দিকে Reset Options নামের যে অপশন আছে সেখনে ক্লিক করুন ।
- এখান থেকে শেষেরটা Erase all data (factory reset) এখানে ক্লিক করলে কাজ হয়ে যাবে ।
রিয়েলমি ফোন রিসেট করার উপায়
- প্রথমে সেটিং এ প্রবেশ করতে হবে ।
- একটু নিচের দিকে এসে দেখবেন Additional settings আছে সেখানে ক্লিক করতে হবে ।
- একেবার নিচের চলে আসবেন নিচে আছে Back up and reset এখানে ক্লিক করতে হবে ।
- এখানে অনেক অপশন আছে একেবারে নিচের অপশন Erase all data (factory reset) এখানে ক্লিক করতে হবে ।
- এখানেও অনেক অপশন আছে আপনার যদি ফোনের সকল অপশন রিসেট দিতে হয় তাহলে Erase all data তে ক্লিক করতে হবে ।
সাধারণ যেকোনো অ্যান্ড্রয়েড ফোন এ Settings এর মধ্যে পাওয়া যায় । এখান থেকে খুঁজে বের করা অনেকের জন্য কষ্টসাধ্য ব্যাপার হতে পারে । তাই সহজ উপায় হচ্ছে প্রথমে Settings এর সার্চ বারে লিখবনে Erase all data (factory reset) এইটুকু লিখলেই চলে আসবে ।
এখান থেকে ওকে করলেই আপনার ফোন ফ্যাক্টরি রিসেট হওয়া শুরু হবে । তবে পড়ে নিবেন সকল ডাটা রিসেট দিচ্ছেন না বিশেষ কোনো ডাটা ।
আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি এর কিছু টিপস ও ট্রিকস